বিপিএলের চতুর্থ আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে ৮টি ম্যাচ খেলতে পারেননি ক্রিস গেইল। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএলে যাত্রা শুরু করেন তিনি। ওই ম্যাচে ২৬ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪০ রান করেছিলেন এই ক্যারিবীয়। সেদিন রংপুরের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছিল চিটাগাং। চিটাগাংয়ের হয়ে দ্বিতীয় ম্যাচে (আজ মঙ্গলবার) খুলনা টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে ফের ঝড় তোলার আভাস দিয়েছিলেন গেইল। তবে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি। ১১ বলে তিনটি চার ও একটি ছক্কায় ১৯ রান নামের পাশে যোগ করেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। খুলনার বোলার শুভাগত হোমের বলে জুনায়েদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গেইল।এবারের আসরে গেইল ম্যাচপ্রতি পাবেন ৩০ হাজার ডলারের বেশি (প্রায় ২৫ লাখ টাকা)। সে হিসেবে খুলনার বিপক্ষে যে রান (১৯) করেছেন, তাতে গেইলের রানপ্রতি মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা। প্রসঙ্গত, বিপিএলের চতুর্থ আসরে গ্রুপ পর্বের চার ম্যাচ তো গেইল খেলছেনই। আর চিটাগাং ভাইকিংস শেষ চারে গেলে আরো অন্তত দুটি ম্যাচ খেলতে পারবেন তিনি। সেটা হলে সোয়া কোটি টাকার ওপর পাবেন গেইল।এনইউ/আরআইপি
Advertisement