গণমাধ্যম

জঙ্গিবাদকে উসকানি দেবেন না : তথ্যমন্ত্রী

সংবাদের মাধ্যমে জঙ্গিবাদকে উসকানি না দিতে সাংবাদিকেদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা-২০১৬ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা সরকারের দোষত্রুটি জনসাধারণের কাছে তুলে ধরবেন। সরকারের সমালোচনা করবেন।  তবে এ ক্ষেত্রে রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করবেন না। জঙ্গিবাদকে উসকানি দেবেন না।তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করেন। এরপর বাছাই করে তা উপস্থাপন করেন। এটি বেশ কষ্টসাধ্য কাজ। তবে এ কাজ করার ক্ষেত্রে আরো সচেতন হতে হবে।বার্ষিক সাধারণ সভায় ডিআরইউর এক বছরের আয়-ব্যয় হিসাব তুলে ধরা হয়। এ সময় বেশকিছু সংশোধনীসহ ২০১৬ সালের আর্থিক বিবরণী সদস্যদের সম্মতিক্রমে পাস করা হয়।ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিআরইউয়ের বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য রাখেন। এর আগে সকালে সাধারণ সভার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।এসআই/আরএস/আরআইপি

Advertisement