জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবার লেখকের খাতায় নাম লেখালেন। তবে কোনো গল্প উপন্যাস নয়, আত্মজীবনী লিখছেন তিনি। এতে তিনি তার তারকা হয়ে ওঠার কথা তুলে ধরবেন। পাশাপাশি শৈশবের স্মৃতিময় দিনগুলোর সঙ্গে পূর্বপুরুষদের স্মৃতিচারণও করবেন। ন্যান্সি তার এ আত্মজীবনী আপাতত খন্ড খন্ড আকারে ফেসবুকে প্রকাশ করবেন। পরে তা বই আকারে প্রকাশ করার ইচ্ছা রয়েছে।এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, `আত্মজীবনী লেখার মতো উপযুক্ত সময় আমার এখনো হয়নি। তারপরও অবসর সময় এ কাজটি একটু একটু করে এগিয়ে নিচ্ছি। তাছাড়া এর পেছনে আরেকটি বিশেষ কারণ রয়েছে। কিছুদিন আগে আমি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন বিভিন্ন পত্রিকায় আমাকে ও আমার বাবাকে নিয়ে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। আমার পরিবার সম্পর্কে জানা নেই বলে তারা এমনটি লিখেছেন। তাই এসব কথা সঠিকভাবে তুলে ধরতে চাই। পাশাপাশি তারকা হয়ে ওঠার কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করতে চাই।`ন্যান্সি আরো বলেন, `আপাতত আমি আমার আত্মজীবনী খন্ড খন্ড আকারে ফেসবুকে প্রকাশ করব। পরে বই আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে তা এখনই নয়। আরো কয়েক বছর পরে এটি বই আকারে প্রকাশ করব। ইতোমধ্যে আমি আত্মজীবনী লেখার কাজ শুরু করে দিয়েছি।`এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যান্সির তৃতীয় একক অ্যালবাম `দুষ্টু ছেলে`। এরইমধ্যে অ্যালবামের গানগুলো শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। মোট ৮টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।এইচএন/আরআইপি
Advertisement