আন্তর্জাতিক

হুমকির মুখে বাংলাদেশ-লন্ডন-নিউ ইয়র্ক

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, নিউ ইয়র্ক এবং লন্ডনের বাসিন্দারা। এতদিন পর্যন্ত বাংলাদেশিরা এ নিয়ে বেশ উদ্বিগ্ন থাকলেও নিউ ইয়র্ক এবং লন্ডনের মতো শহরের বাসিন্দারাও শঙ্কায় রয়েছেন। যে কোনো সময় বিপদে পড়তে পারেন তারা। খবর বিবিসির।যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, তারা উত্তর মেরুর একটি গুরুত্বপূর্ণ হিমবাহ ভেঙে পড়ার চিহ্ন দেখতে পেয়েছেন।এটা ঘটলে বিভিন্ন দেশে উপকূলে বিশাল উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেবে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো অনেক বড় বড় শহর পানিতে তলিয়ে যেতে পারে। এতে করে উপকূলের অন্তত ১৫ কোটি মানুষ গৃহহীন হবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর মেরুর পশ্চিম দিকের হিমশৈলের জমাট বরফকে আটকে রেখেছে যে দুটি হিমবাহ, তার মধ্যে পাইন আইল্যান্ড গ্লেসিয়ারের মধ্যে ২০ মাইল লম্বা একটি চিড় ধরেছে।ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ইয়েন হাওয়ার্ট বলেছেন, ‘এই হিমবাহটি ভেঙে পড়লে উত্তর মেরুর বরফ দ্রুত গলতে শুরু করবে এবং এতে করে সমুদ্রপৃষ্ঠর উচ্চতা আরো বেড়ে যাবে। ওয়েস্ট অ্যান্টার্কটিক আইস শিট গলে যাবে কি না, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো, কখন সেটা গলতে শুরু করবে? পাইন আইল্যান্ড গ্লেসিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এর ভাঙন ধরেছে হিমবাহের কেন্দ্রভাগে।’বিজ্ঞানীদের ধারণা, আগামী ১০০ বছরের মধ্যেই ওই হিমবাহের বরফ গলতে শুরু করবে। আর তাতে করে উপকূলে থাকা লোকজনের জীবন হুমকির মুখে পড়বে।টিটিএন/এনএইচ/পিআর

Advertisement