২০১৫ বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। প্রস্তাব অনুযায়ী আগামী বিশ্বকাপে দল সংখ্যা কমিয়ে আনা হলে খেলাটির উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে চারদিক থেকে সমালোচনার ঝড় উঠলে তার জবাবে শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপে ১৪টি দল অংশ নিচ্ছে। কিন্তু চার বছর পর ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে দল সংখ্যা কমিয়ে ১০-এ নামিয়ে আনার পরিকল্পনা করায় দারুন সমালোচনার মুখে পড়েন ক্রিকেট কর্তারা।তবে আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন শুক্রবার টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমি বিষয়টি জানি, তবে এখনো এ ব্যপারে কিছু বলার সময় আসেনি। আমি জানি চলতি আসর শেষ হয়ে যাওয়ার পর আগামী বিশ্বকাপ নিয়ে বিতর্ক উঠবে।’২০১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে পরাজিত করেছে আয়ারল্যান্ড। ফলে পরপর তিন বিশ্বকাপে টেস্ট খেলুড়ে বিভিন্ন দেশকে হারানো অব্যাহত রেখেছে জায়ান্ট কিলার হিসেবে খ্যাত আইরিশরা। এছাড়া টুর্নামেন্টে অভিষেক ঘটানো আফগানিস্তানও উন্নতির ধারা অব্যাহত রেখেছে। মঙ্গলবার দলটি বিস্ময়করভাবে স্কটল্যান্ডকে ১ উইকেটে পরাজিত করে বিশ্বকাপে তাদের প্রথম জয় নিশ্চিত করেছে।রিচার্ডসন বলেন, ‘বাছাইপর্ব খেলে আসা দলগুলো এ পর্যন্ত যে পারফরমেন্স করেছে তাতে আমি খুশি। কিন্তু সামনে তাদের আরো বড় পরীক্ষা দিতে হবে। প্রশ্ন হলো আপনি কেমন বিশ্বকাপ চান ? আপনি কি বিশালাকৃতির বিশ্বকাপ চান? না-কি ওয়ানডে ম্যাচের সেরা খেলা দেখতে চান।‘এই টুর্নামেন্টের ফরম্যাট (১৪ দল দুই গ্রুপে ভাগ করে এবং প্রত্যেক গ্রুপের শীর্ষ ৪ দল কোয়ার্টার ফাইনালে খেলবে) অনেক সমালোচনা হওয়ায় আমাদের এমন চিন্তা করতে হয়েছে। দীর্ঘ গ্রুপ পর্ব শেষে আট দল কোয়ার্টার ফাইনালে খেলবে।আরএস/পিআর
Advertisement