ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার নয়াদিল্লীস্থ বাস ভবনে এক বৈঠক করেছেন জম্মু-কাশ্মীরের হবু মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা মুফতি মহম্মদ সাঈদ। শুক্রবার সকালে তারা এ বেঠক করেন।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, কিছু বিষয়ে মত বিরোধ সত্ত্বেও নুন্যতম কয়েকটি কর্মসূচির ভিত্তিতে কাশ্মীর উপত্যকায় জোট সরকার গড়তে রাজি হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পিডিপি। আর এর মাধ্যমে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য সরকারে প্রথম বারের মত হিন্দু জাতীয়তাবাদী দল অংশ নিচ্ছে। আগামী রোববার বেলা ১১টায় সেই জোট সরকারের মুখ্যমন্ত্রী পদে মুফতি মহম্মদ সাঈদ শপথ নিতে যাচ্ছেন।মোদির সঙ্গে প্রায় ৯০ মিনিট বৈঠকের পর সাঈদ সাংবাদিকদের বলেন, রাজ্যের সকল মানুষের হৃদয় ও মনকে ঐক্যবদ্ধ করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।তবে সংবিধানের ৩৭০ ধারাটি নিয়ে বিজেপির সঙ্গে পিডিপি-এর মতানৈক্যের বিষয়টি নিয়ে উভয় দল কী সিদ্ধান্তে এসেছে তা নিয়ে এখন পর্যন্ত কোন পক্ষই মুখ খোলেনি। সাঈদ বলেন , এই বিষয়ে আমি এখন কোনও মন্তব্যই করবো না...সব সাদা-কালোটাই সবার সামনে চলে আসবে এবং সারা দেশের জনতা দেখতে পাবে আমরা কী করছি।জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে সাঈদ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।প্রধানমন্ত্রীর সঙ্গে মুফতি মহম্মদ সাঈদের সাক্ষাতের আগেই পিডিপি সভাপতি মেহবুবা মুফতি ও বিজেপি সভাপতি অমিত শাহ বুধবার দিল্লীতে জম্মু-কাশ্মীরে জোট সরকার গঠনের কথা ঘোষণা করেন।বিজেপির নির্মল সিং কাশ্মীর উপত্যকার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।আরএস/পিআর
Advertisement