জাতীয়

অভিজিৎ হত্যা : তসলিমার ক্ষোভ প্রকাশ

ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এ ক্ষোভ জানান। পোস্টে তসলিমা নাসরিন লেখেন, যে তরুণ-তরুণীরা আমাকে বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য আন্দোলন করছে, তাদের বলছি, তোমরা বন্ধ করে দাও সব মানববন্ধন, সব ব্যানার লিফলেট, সব বক্তৃতা। ওই দেশে আমাকে কোনোদিন আর ফিরতে বলো না। ওই দেশ আর দেশ নেই। ওই দেশ আমার নয়, ওই দেশ তোমাদের মতো মুক্তচিন্তার মানুষেরও নয়।ওই দেশ ধর্মান্ধ বর্বরদের, ওই দেশ হিংস্র খুনীদের উল্লেখ করে তসলিমা আরও লেখেন, ওই দেশ নিয়ে আমি আর স্বপ্ন দেখি না। ওই দেশ বৃহস্পতিবার রাতে এক অসাধারণ প্রতিভাবান লেখক, মানববাদী চিন্তককে খুন করেছে।পোস্টে তিনি লেখেন, অভিজিৎ রায় নেই, হাজারও অভিজিৎ রায় জন্ম নেবে? না, অভিজিৎ রায় এ সমাজে খুব বেশী জন্মায় না। কোটি কোটি মানুষের ভিড়ে দু’একজনই থাকে। ঘুরঘুট্টি অন্ধকারে আলো হাতে দাঁড়িয়ে থাকে দু’একজনই। অভিজিৎ রায় হওয়া সহজ নয়।এএইচ/পিআর

Advertisement