জাতীয় সাঁতারের প্রথম দিনে রেকর্ড গড়ে দুটি স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নারী সাঁতারু রোমানা আক্তার। সোমবার দ্বিতীয় দিনে আরেকটি রেকর্ড গড়লেন তিনি। মিরপুর সুইমিং কমপ্লেক্সে কিশোরগঞ্জের কন্যা রেকর্ড গড়েছেন মহিলাদের ৮০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। তিনি ৫:৪৭,৫৯ মিনিটে স্বর্ণ জিতেছেন। ভেঙেছেন গত আসরে করা নিজের ৫:৫৫,২০ মিনিটের রেকর্ড। প্রথম দিন হয়েছিল ৫টি নতুন জাতীয় রেকর্ড। দ্বিতীয় দিন হয়েছে ৬টি। দুই দিনে ১১টি নতুন রেকর্ড হয়েছে জাতীয় সাঁতারে। দিনের প্রথম রেকর্ডটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদের। পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তিনি ৪:৫২,১৫ মিনিট সময় নিয়ে নিজের রেকর্ড ভেঙে জিতেছেন স্বর্ণ। ২০১২ সালে তার তার করা রেকর্ড ছিল ৪:৫৫,২২ মিনিটের।নৌবাহিনীর নাজমা খাতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন মহিলাদের ৪০০ মিটার ফ্রি স্টাইলে। তিনি সময় নিয়েছেন ৫:০৭,১০ মিনিট। তিনি ভেঙেছেন ২০১০ সালে সবুরা খাতুনের করা ৫:১২,০৩ মিনিটের রেকর্ড।মহিলাদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে রেকর্ড গড়েছেন ২:৪৪,৮০ মিনিট সময় নিয়ে স্বর্ণ জিতে। তিনিও ভেঙেছেন ২০১০ সালে সবুরা খাতুনের (২:৪৯,১৪) রেকর্ড। সবুরা খাতুনের আরেকটি রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর নাজমা খাতুন। মহিলাদের ১০০ মিটার ফ্রি স্টাইলে নাজমা স্বর্ণ জিতেছেন ১:০৫,২৮ মিনিটে। সবুরার রেকর্ড ছিল ১:০৫,৯১ মিনিটের।মহিলাদের ৪*১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহনীর নাজমা, সোনিয়া, মাহফুজা ও লিমা। তারা সময় নিয়েছেন ৪:২৫,৮৩ মিনিট। আগের জাতীয় রেকর্ডটি ছিল ৪:৩০,৩২ মিনিটের।দ্বিতীয় দিন শেষে ১৪টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৯টি তাম্র পদক নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ নৌবাহিনী। ১০টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ৮টি তাম্র নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী। দুটি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৬টি তাম্র পদক নিয়ে তৃতীয় স্থানে বিকেএসপি।আরআই/আইএইচএস/বিএ
Advertisement