প্রগতিশীল লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচার দাবি জানিয়েছেন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষকরা এ দাবি জানান। এ সময় শিক্ষকরা অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যার আরোগ্য কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার চারণ ক্ষেত্র, জ্ঞান-বিজ্ঞান ও গণতন্ত্র চর্চার সূতিকাগার। বিভিন্ন মত পথের মানুষের স্বাধীন বিচরণ ক্ষেত্র এই বিশ্ববিদ্যালয়। এ কারণে সম্প্রদায়িক জঙ্গি-ধর্মব্যবসায়ী গোষ্ঠী মুক্ত চিন্তার মানুষকে আঘাত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেঁছে নিয়েছে। যেভাবে ১১ বছর আগে এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মুক্ত চিন্তার লেখক হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে যখম করা হয়েছিল।বিবৃতিতে আরও বলা হয়, প্রগতিশীল লেখক অভিজিৎ রায়কে এমন একটি সময় হত্যা করা হয়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২-৩ টি লাশ ফেলাতে মান্না-খোকার ফোনালাপ জাতির কাছে ফাঁস হয়।মৌলবাদী জঙ্গী গোষ্ঠী ও অগ্নিসন্ত্রাসীদের নাশকতার উল্লেখযোগ্য স্থান যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় তাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য দাবি জানান শিক্ষকরা। এএইচ/পিআর
Advertisement