বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাণিজ্যিক উদ্যোক্তা হয়ে ওঠার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শীর্ষ প্রপার্টি পোর্টাল ‘লামুডি’ ব্যবসা প্রশাসনের শিক্ষার্থীদের জন্য একটি নতুন কেস স্টাডি প্রতিযোগিতার আয়োজন করেছে। এই কেস স্টাডি প্রতিযোগিতা রিয়েল এস্টেটের অনলাইন ক্ল্যাসিফাইড বাজারের উপর ফোকাস করবে, যেখানে বিভিন্ন প্রতিযোগী দল অংশগ্রহণ করবে একটি মূল সমস্যার নতুন এবং যুগোপযোগী সমাধান প্রদান করার জন্য। যেই দল সবচেয়ে বেশি নতুন, যুগোপযোগী এবং সাশ্রয়ী সমাধান দিতে পারবে তারা ২৫,০০০ টাকা পুরস্কার জিতবে এবং তাদেরকে লামুডি বাংলাদেশের অফিস ভিজিট করার সুযোগ দেয়া হবে, যাতে তারা ব্যবসার উদ্যোগ এবং স্টার্ট-আপ প্রতিষ্ঠান সম্পর্কিত প্রাথমিক ধারণা লাভ করতে পারে। প্রতিযোগী দলগুলো রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে তাদের কেস স্টাডি পাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিযোগীরা তাদের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা লামুডি এর ওয়েবসাইট (http://www.lamudi.com.bd/casestudy/) ভিজিট করেও করতে পারবে।রাজেশ গ্রোভার, লামুডি বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যবসার উদ্যোক্তা হয়ে ওঠার মনোভাব গড়ে তুলবে। যেসব শিক্ষার্থীর মধ্যে উদ্ভাবনী ব্যবসার আইডিয়া রয়েছে, এই প্রতিযোগিতাটি তাদেরকে সেই আইডিয়াকে বাস্তবায়িত করতে উৎসাহী করে তুলবে। একটি তরুণ এবং প্রগতিশীল স্টার্ট-আপ প্রতিষ্ঠান হিসেবে লামুডি সর্বদাই ব্যবসার ক্ষেত্রে সৃষ্টিশীল ধারণার খোঁজ করে আসছে। গ্রোভারসহ বিভিন্ন মার্কেটিং পেশাজীবী, শিক্ষাবিদ এবং মিডিয়ার সমন্বয়ে তৈরি একটি বিচারক প্যানেল এই প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগীদের নির্ধারণ করবেন।লামুডি : ২০১৩ সালে যাত্রা শুরু করা লামুডি একটি গ্লোবাল প্রপার্টি পোর্টাল যা বিশেষভাবে উদীয়মান বাজারগুলোতে মনোনিবেশ করছে। অত্যন্ত দ্রুত বর্ধনশীল এই প্ল্যাটফর্ম বর্তমানে বিশ্বব্যাপী এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ২৮টি দেশে ৮ লাখেরও বেশি প্রপার্টির তালিকা নিয়ে পরিচালিত হচ্ছে। এই শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিক্রেতা, ক্রেতা, বাড়িওয়ালা এবং ভাড়াটেদের অনলাইনে প্রপার্টি খোঁজা ও বিজ্ঞাপন দেয়ার একটি নিরাপদ এবং সহজে ব্যবহার উপযোগী মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে।এসআই/আরএস/পিআর
Advertisement