রাজনীতি

আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপির নেতারা গর্তের মধ্যে লুকিয়ে থেকে ব্যাঙ ডাকার মত আন্দোলনের ডাক দিচ্ছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, খালেদা জিয়া চার বছর ধরে চুড়ান্ত আন্দোলন করে আসছে। সেই চুড়ান্ত আন্দোলনের ফল জনগণ দেখেছে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আজাদের উপর হামলা ও ব্লগার অভিজিৎ ও তার স্ত্রীর উপর হামলার ধরণ একই। এসব হামলার জন্য যুদ্ধাপরাধী ও জঙ্গী সংগঠনগুলোকে দায়ী। এএইচ/পিআর

Advertisement