বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিশা দেশাই বলেন, রাজনৈতিক সংকট অভ্যন্তরীণভাবেই সমাধান করতে হবে। তবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করি এবং চাই, কোনো অভিযোগ বিচার করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। একই সঙ্গে এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ যে, সরকার রাজনৈতিক বিরোধীদের অস্তিত্বশীল থাকার জন্য এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া তৈরির জন্য শান্তিপূর্ণ ক্ষেত্র তৈরি করবে। এএইচ/পিআর
Advertisement