জাতীয়

অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি

ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচার দাবি করেছেন ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক-মানবধিকার কর্মী ও বিভিন্ন বাম রাজনৈতিক নেতারা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অভিজিৎ হত্যার প্রতিবাদে এক সমাবেশ এ দাবি জানান তারা।‘আক্রান্ত মুক্তচিন্তা’ শিরোনামের ব্যানার নিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাজির হন তারা। ওই সমাবেশে বিক্ষুব্দরা অভিজিৎ হত্যায় জঙ্গিরা জড়িত দাবি করে এ হত্যার দায় সরকারও এড়াতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, লেখক হুমায়ুন আজাদ ও ব্লগার রাজীব হায়দারকে হত্যার ধারাবাহিকতায় জঙ্গিবাদী গোষ্ঠী বিজ্ঞানমনস্ক ও সাম্প্রদায়িকতা বিরোধী লেখক অভিজিৎকেও হত্যা করেছে।সমাবেশে কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অভিজিৎকে যখন হত্যা করা হয়েছে তখন রাত গভীর হয়নি। টিএসসির সামান্য দূরে তাকে হত্যা করা হয়েছে। হুমায়ুন আজাদকে যেভাবে হত্যা করা হয়েছিল সেভাবে রাজীব হায়দারকে হত্যা করা হয়। একইভাবে গতকাল (বৃহস্পতিবার) অভিজিৎকে হত্যা করা হয়েছে।অভিজিৎকে হত্যার জন্য সাম্প্রদায়িক গোষ্ঠীকে দায়ী করে প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা বাংলাদেশকে বাংলাস্তান করতে চায়। এটা হতে পারে না। আমরা এটা হতে দেব না। এদের প্রতিহত করতে আমাদের একই কাঁতারে দাঁড়াতে হবে।সমাবেশে অন্যদের মধ্যে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, খুশী কবির, মুক্তিযোদ্ধা সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক রোবায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।আরএস/পিআর

Advertisement