জাতীয়

স্কয়ারের আইসিইউতে বন্যা

সন্ত্রাসী হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহম্মেদ বন্যাকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শুদ্ধস্বর প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমেদুর রশিদ টিটু জানান, শুক্রবার সকালে বন্যাকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে পরে স্কয়ারের আইসিইউ রাখা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অভিজিৎ ও বন্যা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর অভিজিতের মৃত্যু হয়।  জানা গেছে, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎকে জঙ্গিবাদীরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিতের দুটি বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। রাতে রিকশায় চড়ে টিএসসির দিকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের ঠিক উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে ফুটপাতে তাদের ওপর হামলা হয়। এএইচ/পিআর

Advertisement