ভারতের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপ মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের বড় জয় তুলে নিয়েছে রুমানা আহমেদের দল। ব্যাংককের এশিয়ান ইনিস্টিটিউট অ্যান্ড টেকনোলোজি ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় থাইল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রুমানা বাহিনী। তৃতীয় উইকেটে ফারগানাকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সানজিদা। তবে সানজিদা ৩৮ রানে আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে না পারলে ৮৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। স্বাগতিকদের পক্ষে সুলিপোর্ন নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পান্না ঘোষ আর রুমানার বোলিং তোপে মাত্র ৫৩ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। নাতাকান চানতাম করেন ২১ রান। আর বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ৪ আর রুমানা নেন ৩ উইকেট। এমআর /এমএস
Advertisement