তুরস্কের ক্লাব বেসিকতাসের কাছে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লিভারপুল। বৃহস্পতিবার ইউরোপিয়ান ফুটবলে প্রথমবারের মতো পেনাল্টি শ্যুটআউটে হারলো অল রেডরা।ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে খেলার ৭২ মিনিটে গোল করে বেসিকতাসকে সমতায় ফেরায় তাদের জার্মান মিডফিল্ডার আলি আরস্লান। কেননা ইউরোপা লিগের ‘রাউন্ড অব থার্টি টু’র প্রথম পর্বে মারিও বালোতেল্লির গোলে ১-০ ব্যবধানে জিতেছিল লিভারপুল।অতিরিক্ত ৩০ মিনিটে কোন দল গোল করতে না পারলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত হয়। সেখানে ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বেসিকতাস। লিভারপুলের ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক ডেজান লভরেন স্পটকিক থেকে গোল তুলে নিতে ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অল রেডদের। এমআর/এমএস
Advertisement