খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত সাউদি

বিশ্বকাপে বেশ ফর্মে রয়েছেন টিম সাউদি। এখন পর্যন্ত ১১ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এবার অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। আগামী ২৮ ফেব্রুয়ারী অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে কিউই শিবির। তার আগে সাউদির এই চোট ভাবাচ্ছে ব্রেন্ডন ম্যাককুলামদের। তবে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট সাউদিকে নিয়ে আশাবাদী। তাঁর কাঁধের এই চোট পরের ম্যাচটি খেলার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেই জানিয়েছেন তারা। অনুশীলনের সময় অ্যাডাম মিলনের ছুড়ে মারা একটি বল এসে লাগে সাউদির ডান কাঁধে। পরমুহূর্তেই দুই হাতে কাঁধ চেপে ধরে মাটিতে শুয়ে পড়েন সাউদি। তাঁর আঘাতটি গুরুতর নয় বলেই জানিয়েছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।এমআর/এমএস

Advertisement