মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় মামলা করেছেন তার বাবা অধ্যাপক ড. অজয় রায়। শুক্রবার সকালে শাহবাগ থানায় তিনি এ মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মামলার (মামলা নং-৫১) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে টিএসসি এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহম্মেদ (৩৪)। অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. অজয় রায়ের ছেলে।অভিজিৎ রায়ের মাথায় এবং রাফিদা আহম্মেদের মাথা ও বাম হাতে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।রাফিদা জানান, গত এক সপ্তাহ আগে আমরা আমেরিকা থেকে এসে রাজধানীর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। আজ আমরা বইমেলায় এসেছিলাম। মেলা থেকে বের হওয়ার সময় টিএসসি’র বটতলায় পৌঁছালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসারত অবস্থায় মারা যান অভিজিৎ। এআরএস
Advertisement