বিনোদন

বন্ড গার্ল মনিকা বেলুচ্চি

জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এ কাজ করছেন ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তার বয়স ৫০ এর বেশি, সেজন্য অনেকে তাকে `বন্ড গার্ল` বলতে নারাজ। নিন্দুকেরা বলাবলি করছেন, এর আগে আর কোনও ছবিতে এত বেশি বয়সী অভিনেত্রী বন্ড গার্ল হননি।মজার বিষয় হলো, ছবির পরিচালক স্যাম মেন্ডেসের ডাক পেয়ে মনিকা শুরুতে ভেবেছিলেন প্রবীণ অভিনেত্রী জুডি ডেঞ্চের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি! কারণ ‘স্কাইফল’-এর শেষ দৃশ্যে জুডি ডেঞ্চের মৃত্যু দেখানো হয়।পরে মেন্ডেস তাকে বললেন, ইতিহাসে এবারই প্রথম এক পরিণত নারীর সঙ্গে জেমস বন্ডের গল্প বলা হবে। ভাবনাটা নতুন দিগন্ত উন্মোচন করে দেবে।‘স্পেক্টর’ ছবিতেও জেমস বন্ড চরিত্রে অভিনয়ে অাছেন ড্যানিয়েল ক্রেগ। এতে আরেক বন্ড কন্যা হিসেবে থাকছেন ফরাসি অভিনেত্রী লিয়া সেডু।এমএস/এআরএস

Advertisement