অর্থনীতি

রফতানিতে নগদ সহায়তায় অনিয়ম করলে শাস্তি

রফতানিতে নগদ সহায়তার সুবিধা গ্রহণে কোনো অনিয়ম করলে শাস্তির আওতায় আনা হবে বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।রোববার বাংলাদেশ ব্যাংককের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারিকৃত পৃথক পৃথক তিনটি সার্কুলারে এসব তথ্য জানানো হয়েছে। নির্দেশনাগুলো বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, আগর, আতর, কাগজ ও কাগজ জাতীয় পণ্য এবং গরু মহিষের নারী ভূড়ি ও শিং রফতানি বিপরীতে নগদ সহায়তা ঘোষণা করেছে সরকার। বর্তমান সময়ে যাদের পণ্য জাহাজীকরণ অবস্থায় রয়েছে তারাও এ সুবিধা পাবে। তবে রফতানি সুবিধা নিতে গিয়ে যদি কোন ব্যবসায়ী, অ্যসোসিয়েশন বা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ উঠে তবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে নিজস্ব কারখানায় উৎপাদিত আগর ও আতর রফতানিতে ভর্তুকি ২০ শতাংশ হারে ভর্তুকি সুবিধা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় পণ্যের বিপরীতে নীট এফওবি মূলের উপর ১০ শতাংশ হারে ভর্তুকি দেয়া হবে। এ উৎপাদনকারী-রফতানিকারক ভর্তুকি সুবিধা পাবে। তবে উৎপাদনকারী যদি উৎপাদনের কোন পর্যায়ে ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করতে পারবে না। সম্পূর্ণ স্থানীয় উৎস হতে সংগ্রহকৃত গরু মহিষের নাড়ি, ভূড়ি, শিং, রগ ইত্যাদি অংশ নিজস্ব কারখানায় প্রকিয়াকরণের মাধ্যমে রফতানির ক্ষেত্রে ১০ শতাংশ হারে ভর্তুকি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রেও উৎপাদনকারী-রফতানিকারক ভর্তুকি সুবিধা পাবেন।তবে নিয়মবহির্ভূতভাবে কেউ যদি ভর্তুকি পরিশোধে সহযোগিতা করে এবং কেউ যদি সহযোগিতা গ্রহণ করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও সার্কুলারে বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিধি-বহির্ভূতবাবে ভর্তুকি পরিশোধ করা হলে পরিশোধকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রক্ষিত পরিশোধকারী ব্যাংকের হিসাব বিকলন করে আদান করা হবে। অনিয়মের সঙ্গে জড়িতসহ ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সঙ্গে যদি রফতানিকারক অ্যাসোসিয়েশনের কোন কর্মকর্তা যুক্ত থাকলে অথবা মিথ্যা তথ্য দিয়ে অনিয়মে সহযোগিতা করলে রফতানিকারক অ্যাসোসিয়েশন/কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।এছাড় সরকারি বাজেট বরাদ্দের বিপরীতে ছাড়কৃত তহবিল হতে ভর্তুকি বাবদ দাখিলকৃত আবেদনের বিপরীতে সংশিষ্ট ব্যাংকের অনুকূলে অর্থ প্রদান করা হবে।এসআই/জেএইচ/পিআর

Advertisement