মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘ভূমি দখলের’ মাধ্যমে ইউক্রেনকে অস্থিতিশীল করে তোলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন। একইসঙ্গে তিনি অস্ত্রবিরতির শর্ত মেনে চলতে ব্যর্থ হওয়ায় মস্কো ও বিদ্রোহীদের সতর্ক করে দিয়েছেন।এ বিষয়ে কেরি আইনপ্রনেতাদের বলেছেন, এক্ষেত্রে পুতিন যে নীতি অনুসরণ করছেন তা কোন ভূ-খন্ডের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আন্তর্জাতিক সকল রীতিনীতির পরিপন্থী। ইউক্রেনকে অস্থিতিশীল করতে পুতিন লুহানস্ক, দনেৎস্ক ও বর্তমানে দেবাল্টসেভায় প্রত্যক্ষ মদদ দিয়ে আসছেন।ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় মার্কিন শীর্ষ কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে পুতিন ও তার মন্ত্রিদের কঠোর সমালোচনা করেন। মঙ্গলবার কেরি ইউক্রেনে সহিসংতার জন্য রাশিয়ার নেতাদের সরাসরি দায়ী করেন।আরএস/আরআই
Advertisement