ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় বর্তমানে তিন কোটি ২০ লাখ বিষয়বস্তু আছে। বিশ্ব জুড়ে এর সক্রিয় স্বেচ্ছাসেবকের সংখ্যা তিন থেকে সাড়ে তিন হাজার বলে জানিয়েছেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়ালেস।মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে যোগ দিতে এক সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়ালেস। রাজধানীর একটি হোটেলে আয়োজিত গালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিশ্বব্যাপী ইন্টারনেট প্রকল্প নিয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা। সে লক্ষ্যে উইকিপিডিয়াও কাজ করে যাচ্ছে। উইকিপিডিয়াতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য উইকিপিডিয়া জিরো প্রকল্প চালুর চেষ্টা করছি আমরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান, গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং উইকিপিডিয়া বাংলাদেশ ও গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান বলেন, ২০১১ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলাদেশে উইকিমিডিয়া চালুর আনুষ্ঠানিক অনুমতি দেয়। সেটি ২০১৪ সালের আগস্টে বাংলাদেশ সরকারের কাছ থেকে বৈধতা পায়। অথচ খুব অল্প সময়ে আমরা ৩৪ হাজারেরও বেশি নিবন্ধ তৈরি করেছি।অনুষ্ঠানে দশজন বাংলাদেশি উইকিপিডিয়ানকে পুরষ্কার দেয়া হয়। এরা হলেন- শরীফ উদ্দিন, সজিবুর রহমান, এম এম ছন্দ, মোঃ ইকবাল হোসেন, নাবী নিয়াজী, মাসুম আল হাসান, মীর জাহেদ, কাওসার ফরহাদ, তানভীর ইসলাম ও সোলামান সাদেক।এআরএস/আরএস/আরআই
Advertisement