অর্থনীতি

সুশাসন বাড়াতে ৬ হাজার কোটি টাকা দেবে ইইউ

দেশের গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ও শিক্ষা-দক্ষ মানবসম্পদ উন্নয়নে ৬ হাজার ৩ কোটি (৬৯০ মিলিয়ন ইউরো) টাকা অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ‘মাল্টি অ্যানুয়েল ইন্ডিকেটিভ প্রোগ্রাম (এমআইপি)-২০১৪-২০২০’ এর আওতায় এ অনুদান সহায়তা দেবে ইইউ।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে-২ এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র সই হয়েছে। এতে করে দেশের উন্নয়নে বড় ধরনের অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ।তবে তিনটি খাতের টাকাও নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। ইইউ’র এই অর্থ বাংলাদেশের গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থায় ১০৩- ১৩৮ মিলিয়ন ইউরো, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ২৭৬-৩১০ মিলিয়ন ইউরো এবং শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে ২৭৬-৩১০ মিলিয়ন ইউরো ব্যয় করা যাবে।বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিয়েরি মায়াদন ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের প্রধান কাজ হলো ইউরোপীয় কমিশন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন এবং সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক দৃঢ করা। এরই অংশ হিসেবে আগামী ২০১৪-২০২০ মেয়াদে ইউরোপীয় ইউনিয়ন তাদের ‘মাল্টি অ্যানুয়াল ইনডিকেটিভ প্রোগ্রাম (এমআইপি) ২০১৪-২০২০’ এর আওতায় বাংলাদেশকে ৬ হাজার ৩ কোটি টাকা অনুদান হিসেবে দেবে।১৯৭৩ সালে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে সম্পাদিত একটি বাণিজ্য সহায়তা চুক্তির মাধ্যমে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রকল্প সহায়তার সূত্রপাত হয়।এসএ/আরএস/আরআই

Advertisement