খেলাধুলা

শ্রীলঙ্কার কাছে টাইগারদের হার

অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেওয়া ৩৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে টাইগাররা।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দিলশান ও সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৩২ রান  সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দিলশান ১৬১ ও সাঙ্গারকারা ১০৫ রান করে অপরাজিত থাকেন।শ্রীলঙ্কার দেয়া ৩৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ৪০ রানের মধ্যেই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এনামুল হক ও মাহমুদউল্লাহও। সাকিব আর মুশফিক ৬৪ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সাকিব ৪৬ আর মুশফিক ৪৪ রানে আউট হলে আবার বিপদে পড়ে বাংলাদেশ। শেষ দিকে সাব্বিরের ৬২ বলে ৫৩ রানের ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন দিলশান।এমআর/আরআই

Advertisement