খেলাধুলা

আজ বিকেলে ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

শনিবার সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। ওই দিনই অবশ্য সেটা (প্রতিপক্ষ) পেয়ে যেতে পারতো। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে সেদিন দ্বিতীয় সেমিফাইনালটি মাঠে গড়ায়নি। আজ রোববার সকালে স্বাগতিক হংকংকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা। আজ বিকাল ৫টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই দেশ, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। জিতলে এটা হবে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা। একই সঙ্গে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবেন জিমিরা। আর প্রথমবারের মতো ট্রফি ঘরের তোলায় অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর বাকি ম্যাচটির নিষ্পত্তি হয়েছে ড্রয়ে। এ বছর এসএ গেমসে শ্রীলঙ্কাকে ৪-১ গোলে হারিয়ে ব্রঞ্জ জিতেছিল বাংলাদেশ।আরআই/এনইউ/এনএইচ/এমএস

Advertisement