তুমি তার সন্তান নওছেলের বিয়ের শখ হয়েছে। সে বাবাকে গিয়ে বলল সে বিয়ে করবে। বাবা খুশী হয়ে বলল-বাবা : কাকে বিয়ে করবে, শুধু নামটা বল। ছেলে পাশের বাড়ির মেয়ের নাম বলতেই বাবা জিহ্বায় কামড় দিয়ে বলল-বাবা : ছি, ছি, ও তোমার বোন। আমার আরেক সন্তান। তখন ছেলে অন্য মেয়ের কথা বলতেই বাবা একই কথা বলল। এভাবে পাড়ার সব মেয়ের কথা বাবা নাকচ করে দিলেন। ছেলে হতাশ হয়ে মাকে গিয়ে বলল-ছেলে : মা, বিয়ে করতে যেই মেয়ের কথাই বলি, বাবা বলে সে আমার বোন। তাহলে কী আমার বিয়ে হবে না। মা : তুমি ওদের সবাইকে বিয়ে করতে পারবে। ছেলে: কেমনে?মা : তুমি তার সন্তান নও।****শীতকাল আর গ্রীষ্মকালজর্জ বুশ এসেছেন বাংলাদেশ সফরে। আমেরিকানরা কী কী আবিষ্কার করেছে তার বর্ণনা করছেন- বুশ : আমরা এই সভ্যতাকে অনেক কিছু দিয়েছি। তবে যে যাই বলুক, আমি মনে করি, এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ফ্লাক্স। সবাই মুখ চাওয়া-চাওয়ি করতে লাগলেন। বুশ তখন বিজয়ীর ভঙ্গিতে বলতে লাগলেন- বুশ : আপনারা নিশ্চয়ই ভাবছেন এতো কিছু থাকতে আমি সামান্য ফ্লাক্সের কথা কেন ভাবছি। ব্যাখ্যা করলেই আপনারা তা বুঝতে পারবেন। শীতকালে ফ্লাক্সে গরম পানি রাখলে পানি গরম থাকে, আবার গরমের সময় ফ্লাক্সে ঠাণ্ডা পানি রাখলে পানি ঠাণ্ডা থাকে। আমি বুঝতে পারি না ব্যাটা বোঝে কীভাবে কখন শীতকাল আর কখন গ্রীষ্মকাল চলছে।****চাঁদটা পেড়ে দাওপ্রেমিকা : মাই সুইট হার্ট, রিয়েলি আর ইউ লাভ মি?প্রেমিক : আই লাভ ইউ সো মাচ বেবি!প্রেমিকা : তুমি আমার জন্য কী কী করতে পারবে?প্রেমিক : অনেক কিছু করতে পারবো!প্রেমিকা : তাহলে আমাকে ওই চাঁদটা পেড়ে এনে দাও!প্রেমিক : ঢঙ একটু কমাইয়া করো। বুঝছো? ঈদ কি তোমার বাপের চেহারা দেইখা করমু?****চড় মেরে যাবেনগণক ও তার ভক্তের মধ্যে কথা হচ্ছে-গণক : আপনি কমপক্ষ ১০০ বছর বাঁচবেন।ভক্ত : যদি ১০০ বছর না বাঁচি তাহলে?গণক : যদি না বাঁচেন তাহলে...!ভক্ত : তাহলে কী?গণক : যদি না বাঁচেন তাহলে আমার দুই গালে ঠাস ঠাস করে চড় মেরে যাবেন।এসইউ/এনএইচ
Advertisement