৩৩৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ৪০ রানের মধ্যেই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এনামুল হক ও মাহমুদউল্লাহও। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৩ রান।লাসিথ মালিঙ্গার বলে প্রথম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। পাঁচটি চার মেরে ২৫ রান করে লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের শিকার হয়েছেন সৌম্য সরকার। সুরঙ্গা লাকমলের শিকার হয়ে মুমিনুলও ফিরে গেছেন মাত্র ১ রান করে। এনামুল হক দুইবার ‘জীবন’ পেয়েও আউট হয়েছেন মাত্র ২৯ রান করে। ২৮ রান করে থিসারা পেরেরার বলে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। দিলশানের বলে আউট হওয়ার আগে সাকিব করেন ৪৬ রান। সপ্তম উইকেটে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম ও সাব্বির আহমেদ।এর আগে দিলশান ও সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৩২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দিলশান ১৬১ ও সাঙ্গারকারা ১০৫ রান করে অপরাজিত থাকেন। টসে জিতে ব্যাট করতে নেমে ১২২ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয় লাহিরু থিরিমান্নে ও তিলকারত্নে দিলশান।তবে ইনিংসের শুরুতে মাশরাফির করা প্রথম ওভারের চতুর্থ বলেই দারুণ সুযোগ এসেছিল টাইগার শিবিরে। মাশরাফির বলে এনামুল হককে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। দুই-দুইবার জীবন পাওয়া থিরিমান্নে শেষ পর্যন্ত রুবেলের বলে আউট হওয়ার আগে করেন ৫২ রান।এরপর দিলশানের সাথে ২১০ রানের জুটি গড়ে দলের হাল ধরেন ৪০০ তম ম্যাচ খেলতে নামা সাঙ্গারকারা। দিলশানের সাথে সাঙ্গাকারাও তুলে নেন ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি।এর আগে দলে কোনো পরিবর্তন না এনেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে পড়া জীবন মেন্ডিসের বদলে শ্রীলঙ্কা দলে এসেছে দিনেশ চান্দিমাল।এমআর/আরআই
Advertisement