জাতীয়

সাখাওয়াতের চেয়ে আয় বেশি আইভীর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর চেয়ে অনেক কম আয় করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। মূল প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া আইভীর বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা নেই বা ছিল না। কিন্তু সাখাওয়াতের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। আইনানুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীরা ব্যক্তিগত সাতটি তথ্য হলফনামার মাধ্যমে জমা দিয়েছেন।এই দুজনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাখাওয়াতের চেয়ে বছরে বেশি আয় করেন সদ্যবিদায়ী মেয়র আইভী। মেয়র হিসেবে তিনি বছরে বেতন পান প্রায় ১১ লাখ ৩৪ হাজার টাকা। আর সাখাওয়াতের আয় প্রায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা। তবে আইভীর কোনো ব্যক্তিগত গাড়ি না থাকলেও সাখাওয়াতের টয়োটা নোয়া মডেলের একটি গাড়ি আছে।সাখাওয়াতের বিরুদ্ধে চারটি মামলা থাকলেও দুটি মামলায় খালাস পেয়েছেন তিনি। আর একটি মামলা বিচারাধীন এবং একটির তদন্ত চলছে। দুই প্রার্থীর কারোরই ঋণ নেই। তবে আইভী পরিবারকে ১৭ লাখ টাকা ঋণ দিয়েছেন বলে উল্লেখ করেছেন।আইভীর আয় বেশি হলেও সম্পদ বেশি সাখাওয়াতের। আইভীর মোট সম্পদের পরিমাণ ৪২ লাখ টাকা আর সাখাওয়াত ও তার পরিবারের ৯৭ লাখ টাকার সম্পদ আছে। তবে শুধু সাখাওয়াতের নিজের সম্পদের পরিমাণ প্রায় ৭৭ লাখ টাকা।আইভীর সম্পদঅস্থাবর সম্পদ : নগদ টাকা তিন লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ১৫ লাখ ২১ হাজার ৪৭১ টাকা। স্বর্ণ ও অন্য অলঙ্কার দুই লাখ ৬০ হাজার টাকার। ইলেকট্রনিক সামগ্রী দুই লাখ টাকার। আসবাব এক লাখ ৯৩ হাজার টাকার।স্থাবর সম্পত্তি : যৌথ মালিকানার ১১২ শতাংশ অকৃষিজমির আট ভাগের এক ভাগের মালিক।সাখাওয়াতের সম্পদঅস্থাবর সম্পদ : নিজের নামে ১৭ লাখ ১২ হাজার ৯০৮ টাকা এবং স্ত্রীর নামে ৯ লাখ ৬৮ হাজার ২২৯ টাকা। ব্যাংকে স্ত্রীর নামে পাঁচ হাজার ২৪৯ টাকা, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত স্ত্রীর নামে ৩০ হাজার টাকা। নিজের নামে একটি মাইক্রোবাস (টয়োটা নোয়া), দাম ১৫ লাখ ৫২ হাজার ৩৭৭ টাকা। নিজের নামে স্বর্ণালঙ্কার রয়েছে আড়াই লাখ টাকার এবং স্ত্রীর নামে ৪০ ভরি সোনা (দুই লাখ টাকা)। ইলেকট্রনিক সামগ্রী ৫০ হাজার টাকা, আসবাব ৫০ হাজার টাকা, ব্যবসায় মূলধন ২৪ লাখ টাকা এবং স্ত্রীর নামে পাঁচ লাখ ৩০ হাজার টাকা।স্থাবর সম্পত্তি : নিজের নামে ১৪ লাখ টাকার এবং স্ত্রীর নামে প্রায় তিন লাখ টাকার স্থাবর অকৃষিজমি আছে।এইচএস/বিএ/এনএইচ/এমএস

Advertisement