দেশজুড়ে

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা

ভবনের দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে খসে পড়ছে নির্মাণ সামগ্রী। একতলা ছাদ বিশিষ্ট এ ভবনেই ঝুঁকিপূর্ণ ভাবে চলছে চিকিৎসা সেবা। আর কর্মর্কতারা জীবনের ঝুঁকি নিয়েই রোগীদের সেই কাঙ্খিত সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের এমন দশা।ইউনিয়নের প্রাণ কেন্দ্র বামিহালে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ব্যাংক থাকায় স্বাস্থ্য কেন্দ্রটি জরুরী ভিত্তিতে পরিত্যক্ত করে নতুন করে নির্মাণ করা দরকার বলে দারি করেছেন স্থানীয়রা।জানা যায়, ১৯৮১ সালে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে ভবনটির ভগ্নদশা। ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল ধরেছে। ছাদের নির্মাণ সামগ্রী ধসে পরে ২টি কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।বামিহাল গ্রামের এনামুল ও আইয়ুব জানান, প্রতিদিন ইউনিয়নের শত শত নারী-পুরুষ, শিশু ও কলেজ-স্কুলগামী মেয়েরা এসে এই কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নেয়। দ্রুত কেন্দ্রটি সংস্কার না করা হলে ইউনিয়নে চিকিৎসা সেবা ব্যহত হবে।১ নং সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম বলেন, ইউনিয়নে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভবনটি দ্রুত সংস্কার করা উচিত।ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত সাব অ্যাসিসটেন্ট মেডিকেল অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভবন ও আবাসন ভবন ২টি জরুরী ভিত্তিতে পরিত্যক্ত করে দ্বি-তলা বিশিষ্ট ভবন করার জন্য স্থানীয় সাংসদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ে আবেদন দেয়া হয়েছে।কেন্দ্রের এফপিআই সুমন কুমার, এফ ডাব্লিউ অদিতী রানী, জামিলা বেগম, জাহানারা এবং অফিস সহায়ক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, জীবনের ঝুঁকি নিয়ে কাঙ্খিত সেবা দেয়ার চেষ্টা করছি।এ ব্যাপারে সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ওয়াসিফুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। খুব শিগগিরই ভবন সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।এমএএস/আরআই

Advertisement