খেলাধুলা

ছক্কাটাই সবচেয়ে ভালো মারতে পারেন গেইল

ছক্কা মারাই যেন তার কাজ। এই একটি কাজই সারা জীবন ঠিকমত করে গিয়েছেন ক্রিস গেইল। এ কারণেই হয়তো তার নামের পাশে বসে গেছে ব্যাটিং দানব কথাটি। টি-টোয়েন্টির ফেরিওয়ালা কিংবা টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপনও বলা হয়ে থাকে তাকে।

Advertisement

 

ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত- কতগুলো ছক্কা তিনি মেরেছেন তার কোন ইয়ত্তা নেই। অফিসিয়াল ম্যাচগুলোতে হয়তো পরিসংখ্যান রাখা হয়। কিন্তু আনঅফিসিয়াল ম্যাচগুলোতে। সেখানেও তো ছক্কা মানব তিনি। ক্রিস গেইল নিজেই নিজে উপাধি দিলেন, ‘ছক্কা মেশিন’ হিসেবে।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের তিন আসরে খেলেছেন ১০টি ম্যাচ। এই ১০ ম্যাচে ছক্কা মেরেছেন মোট ৫০টি। এবার খেলবেন ৫ ম্যাচ। এই ৫ ম্যাচে কয়টা ছক্কা মারবেন গেইল?

 

প্রমনই হাস্য-রসাত্মক একটি প্রশ্ন ছুড়ে দেয়া হলো আজ মিরপুর একাডেমি মাঠে সাংবাদিকদের পক্ষ থেকে। সেখানেই গেইল হাসতে হাসতে জানালেন ৫ ম্যাচে আর কয়টি মারবো। ৫৫টি তো মারতে পারবো। হা হা হা...।

Advertisement

 

নিজেকে সিক্স মেশিন আখ্যা দিয়ে গেইল বলেন, ‘আসলে আমি তো ছক্কার জন্যই পরিচিত। সিক্স মেশিন হিসেবে লোকে চেনে আমাকে।’

 

এই ছক্কা মারাটাই তিনি সবচেয়ে বেশি ভালো পারেন। সে কথাই জানালেন গেইল। বললেন, ‘এটাই (ছক্কা মারা) আমি সবচেয়ে ভালো পারি। চেষ্টা করি যতটা সম্ভব বিনোদন দিতে।’

 

বিপিএলে এবারের আসরে নিজের প্রথম ম্যাচে গেইলের আশা ভালো উইকেট পাবেন। তিনি বলেন, ‘আশা করি কালকের উইকেট ভালো হবে। খেলায় ফিরে প্রথম ম্যাচে কিছুটা নার্ভাসনেস থাকতে পারে। তবে সেটাই জীবন ‘

 

দর্শককেও মাতাতে চান গেইল, ‘আমি উপভোগ করতে চাই। দর্শকও রোমাঞ্চিত আমি জানি। দর্শকের এনার্জিটাও আমি নিতে চাই, সেটা আমার জ্বালানি। লোকে যখন আমার কাছে ছয় চায়, চিৎকার করে, সেটা আমাকে ভালো করতে অনুপ্রেরণা জোগায়।’

Advertisement

 

আইএইচএস/জেডএ