রাজনীতি

আটক ছাত্রদল নেতারা নাশকতায় জড়িত : ডিবি

আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম।এর আগে বুধবার রাতে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে ২০ পেট্রলবোমাসহ আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মনিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত ৮টার সময় দারুসসালাম থানার কল্যাণপুর এলাকা থেকে ২০ পেট্রলবোমাসহ ছাত্রদলের দুই নেতাকে আটক করা হয়।আটককৃতদের বরাত দিয়ে ওই গোয়েন্দা কর্মকর্তা আরও জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কতিপয় ছাত্রনেতা দারুসসালাম থানার গাবতলীর বসুপাড়ার রোজিনা ভবনের দোতালার বাস কাউন্টারের সামনে রাস্তার উপরে পেট্রলবোমাসহ অবস্থান করছে।এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিবসহ আরও ১০/১২ জন পালিয়ে যায়।যুগ্ম কমিশনার বলেন, জাকির হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হলেও সে ক্যাম্পাসে অবস্থান না করে মূলত সাভার ও ঢাকায় অবস্থান করে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশে-পাশে অবস্থানরত তার সহযোগীরা বহিরাতগত সন্ত্রাসীদের মাধ্যমে জাবি ক্যাম্পাস ও ঢাকা-আরিচা মহাসড়কে পেট্রলবোমা বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর আগেও সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়।এছাড়াও সে ছাত্রদলের আহুত বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট চলার সময়ে বিভিন্ন বিভাগের দরজার তালায় সুপারগ্লু আঠার মাধ্যমে অকেজো করে দেওয়া, আরিচা মহাসড়কে বিভিন্ন পরিবহনের আগুন দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা, বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরসহ বিভিন্ন শিক্ষকদের ফোনে হুমকি দেন।অপর আটককৃত মৃনাল কান্তি দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও জাকিরের ঘনিষ্ঠ সহযোগী। বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। সে ঢাকা শহরের বিভিন্নস্থানে ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণে জড়িত। তাদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা দায়ের করা হয়েছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা এখনো থানায় পৌঁছায়নি। গ্রেফতারি পরোয়ানায় উল্লেখিত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া ববে বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম।জেইউ/বিএ/এমএস

Advertisement