খেলাধুলা

অনুতপ্ত মঈন খানের ক্ষমা প্রার্থনা

নিউজিল্যান্ডের ক্যাসিনোতে যাওয়ার শাস্তি ইতোমধ্যেই মিলে গেছে। দলকে নিউজিল্যান্ডে রেখেই দেশে ফিরতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক মঈন খানকে। তবু যেন স্বস্তি মিলছে না সাবেক এই অধিনায়কের। তাই সমস্ত পাকিস্তান ভক্তের কাছে ক্ষমা চাইলেন তিনি।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫০ রানে হেরে যাওয়া ম্যাচের আগেরদিন বন্ধু ও পরিবার নিয়ে ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোতে ডিনার করতে গিয়েছিলেন মঈন খান।কিন্তু এ খবর জানাজানি হওয়ার পরই মঈন খানকে দেশে ফিরে যেতে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্যাসিনোতে যাওয়ার অন্য কোনো কারণ আছে কিনা এটা জানার জন্য তদন্তও করা হবে বলে জানিয়েছে পিসিবি।মঈন খান এমন ঘটনার জন্য অনুতপ্ত। এ কারণেই পিসিবি প্রধান শাহরিয়ার খানের পর ভক্তদের কাছেও ক্ষমা চাইতে কার্পন্য দেখাননি পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।তিনি বলেন, ‘বন্ধু ও পরিবার নিয়ে ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোতে আমি গিয়েছিলাম। কিন্তু ডিনার করার জায়গা নির্বাচন করাটা ঠিক হয়নি আমার। এটা পাকিস্তানের মানুষদের বিক্ষুব্ধ করেছে। আমি ইতোমধ্যেই পিসিবি প্রধানের কাছে আমার অবস্থান পরিস্কার করেছি। ক্ষমাও চেয়েছি। তিনি আমাকে দেশ ফিরে আমার অবস্থান বর্ণনা করতে বলেছিলেন। আমি তা করতে প্রস্তুত। এবার পাকিস্তানের মানুষদের কাছেও ক্ষমা চাইছি।’আজই পাকিস্তানে পৌঁছে শুক্রবার পিসিবি প্রধানের সঙ্গে দেখা করার কথা রয়েছে মঈন খানের।বিএ/আরআইপি

Advertisement