মেলবোর্নে নিজেদের তৃতীয় ম্যাচে দিলশানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে হাঁটছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২২৪ রান। দিলশান ১০১ ও সাঙ্গারকারা ৬০ রান নিয়ে ব্যাট করছে।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১২২ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয় লাহিরু থিরিমান্নে ও তিলকারত্নে দিলশান। তবে ইনিংসের শুরুতে মাশরাফির করা প্রথম ওভারের চতুর্থ বলেই দারুণ সুযোগ এসেছিল টাইগার শিবিরে। মাশরাফির বলে এনামুল হককে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন প্রথম স্লিপে দাঁড়ানো এনামুল হক বিজয়।মাশরাফির আগুনে বোলিংয়ে প্রথম ওভার থেকে লংকার দুই ওপেনার নেন মাত্র এক রান। টাইগার দলপতির করা দ্বিতীয় ওভারের শেষ বলেও অস্বস্তিতে পড়েন থিরামান্নে। শুধু তাই নয়, টাইগারদের সেরা এ পেসারের বলে আরও বেশ কয়েকবার বিপাকে পড়েন থিরামান্নে। শেষ পর্যন্ত রুবেলের বলে আউট হওয়ার আগে ৫২ রান করে লংকান এই ব্যাটসম্যান।এমআর/আরআইপি
Advertisement