বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে যেতে ভয় পায় কারণ তারা জানে নির্বাচনে গেলে তাদের জামানত থাকবে না। আওয়ামী লীগ সরকারকে দেশের জনগণ আনেনি। শেখ হাসিনা ফখরুদ্দিন-মইনুদ্দিনের ফসল।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমনাকে ভয় পায়। তারা জানে খালেদার পরেই তারেক রহমান বিএনপির নেতা। তাই তারেক রহমানকে শেষ করে দেয়ার জন্য তার উপর এতো মামলা-হামলা।মিয়ানমারের মুসলমানদের উপর নির্যাতনের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, মিয়ানমারে মুসলমানদের কীভাবে পুড়িয়ে মারা হচ্ছে, তা দেখা যায় না। বিবেক নাড়া দিয়ে ওঠে। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও দেশের সরকার ক্ষমতা হারানো ভয়ে কোনো কথা বলছে না।সরকারকে উদ্দেশ্য করে মোশাররফ বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ করতে দেয়া হোক এবং বাংলাদেশে তাদের থাকার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।এসময় মহিলা দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনাকে সরাতে হলে শুধু চিন্তা করলে হবে না তাকে এদেশের রাজনীতি থেকে সরানোর জন্য রাজপথে আন্দোলনে নামতে হবে। কারণ শেখ হাসিনা থাকলে তারেক কখনোই দেশে আসতে পারবে না।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মহিলা দলের নেত্রী সুলতানা আহমেদ, হেলেন জেরিন প্রমুখ।এমএম/বিএ/আরআইপি
Advertisement