খেলাধুলা

টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

বিশ্বকাপের ক্রিকেটের ১১তম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ- শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার শেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ ১৬ রান। ম্যাচের  শুরুতেই এনামুলের ক্যাচ মিসে জীবন ফেরত পান লংকান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। এর আগে একাধিকবার অস্ট্রেলিয়া সফর করলেও মেলবোর্নে খেলা হয়নি। এমসিজিতে অভিষেকটা তাই জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা। এমসিজির উইকেট সম্পর্কে মাশরাফি বলেন, এখানকার উইকেট ব্যটিং সহায়ক। অনেক রান হবে। এ উইকেট বোলারদের ভালো চ্যালেঞ্জের মুখেই ফেলবে বলে মনে হয়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের প্রসঙ্গ টেনে মাশরাফি বলেন, এশিয়া কাপে হারের পর অনেকেই ভেবেছিলেন আমাদের বিপক্ষে আফগানরা আবারও জিতবে। কিন্ত বাস্তবে কী হলো? আমার সহজেই তাদের হারিয়েছি। একই ঘটনাতো বারবার ঘটে না। বিশ্বকাপে আগের দুই ম্যাচে শ্রীলংকা সহজ জয় পেয়েছে ঠিকই। কিন্তু এটা নতুন একটা ম্যাচ। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।শ্রীলঙ্কা একাদশ: অ্যাঞ্জেলো ম্যাথুস, তিলকারত্মে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমাল, দিমুথ করুণারত্মে, তিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ এমআর/এমএস

Advertisement