বিনোদন

নতুন পরিচয়ে গীতিকার রনিম

শাফিন আহমেদের ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’, জেমসের ‘আমি এক দুঃখওয়ালা’ ও ‘শততম দুঃখবার্ষিকী’সহ বেশকিছু জনপ্রিয় গানের গীতিকার রনিম। তিনি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এ গীতিকার চমক নিয়ে আসছেন নতুন গান ‘জ্বলে পুড়ে ছারখার’।কথার পাশাপাশি গানটির সুরও করেছেন রনিম। সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক, মিক্সড মাস্টারিংয়ে আছেন এফ এ সুমন। মা দিবস উপলক্ষে চলতি বছরের মে’তে প্রকাশ হয় রনিমের ‘মাকে দে ফিরিয়ে’ শিরোনামের গান। ওই গানটির গীতিকার ও সুরকারও ছিলেন রনিম নিজেই। সঙ্গীতায়োজন করেন এফ এ সুমন।গায়ক পরিচিতি প্রসঙ্গে রনিম বলেন, ‘‘ছোটবেলায় মায়ের কাছে গান শেখার হাতেখড়ি। বাবা-মা বাফার শিক্ষার্থী ছিলেন। বাসায় সর্বক্ষণ গানের পরিবেশ বিরাজ করতো। মায়ের উৎসাহেই এবার গান গাওয়ার পরিকল্পনা করলাম। সেই সূত্র ধরেই শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলাম ‘মা’ বিষয়ক গান দিয়ে। গানটি অনেকেরই ভালো লেগেছে। আশা করছি, নতুন গানটিও সবার ভালো লাগবে।”সপ্তাহখানেক পর জি সিরিজ থেকে প্রকাশ হবে মিশ্র অ্যালবাম ‘পরিচয়’। এতে স্থান পাবে রনিমের গাওয়া গান ‘জ্বলে পুড়ে ছারখার’। ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিয়মিত গান লিখেছেন রনিম। মাঝে কয়েক বছর বিরতি নিয়ে নতুন পরিচয়ে সঙ্গীতাঙ্গনে ফেরেন তিনি।এনই/এমএস

Advertisement