বিনোদন

অপূর্বা ইমি

ইমি-মডেল হিসেবেই তার জনপ্রিয়তা। তবে বেশকিছু নাটকে তার সুঅভিনয় তাকে একজন জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় নিয়ে এসেছে এরই মধ্যে। তবে শুধু মডেলিং আর অভিনয় নয় উপস্থাপনাতেও সমান পারদর্শী ইমি। একুশে টেলিভিশনে `বিনোদনের বিশ্ব` নামে একটি অনুষ্ঠান প্রায় সাত বছর ধরে উপস্থাপনা করে আসছেন তিনি। যদিও গত এক মাস ধরে এটিও বন্ধ আছে।তবে শীগ্রই শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশটিভিতে ক্রিকেট বিশ্বকাপের ওপর নির্মিত `হাউজ দ্যাট` নামে একটি অনুষ্ঠানে কো-হোস্ট হিসেবে কাজ করছেন এই মুহুর্তে। মিডিয়ার প্রায় সব ক্ষেত্রেই কাজ করলেও চলচ্চিত্রে কাজ করার একেবারেই আগ্রহ নেই তার। এ প্রসঙ্গে ইমি বললেন, চলচ্চিত্র নিয়ে আমার কোনো ভাবনা নেই। তাছাড়া আমার পরিবার থেকেও কেও চান না আমি চলচ্চিত্রে কাজ করি। তাই আমারও ইচ্ছে নেই চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে। উল্লেখ্য, এই মুহুর্তে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ইমি অভিনীত ধারাবাহিক নাটক `অপূর্বা।` এমএস/এআরএস

Advertisement