মেষ: উদ্ভাবনী ক্ষমতায় সমস্যা মিটিয়ে কর্মস্থলে বাহবা পেতে পারেন। অনৈতিক কাজের হাতছানি এড়াতে না-পারলে বিপদ।বৃষ: দুর্জনের অপচেষ্টা দমন করে অগ্রগতি। প্রাচীন সম্পত্তির সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।মিথুন: কর্মক্ষেত্রে প্রতিকূলতা কাটিয়ে অগ্রগতি। বন্ধুবেশী দুর্জনের ছলচাতুরী ধরতে না-পারলে বিপদ। চুরি যাওয়া দ্রব্যার্থ ফেরত পাওয়ার সম্ভাবনা।কর্কট: একাধিক উপায়ে উপার্জন বাড়ানোর সুযোগ। বন্ধুর ছলনায় মনঃকষ্ট। নতুন সম্পত্তি কেনার ব্যাপারে যোগাযোগ হতে পারে।সিংহ: কুটুম্বিতা নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ। একাধিক সদুপায়ে উপার্জন ও সঞ্চয় বৃদ্ধি। বিষয়সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা হতে পারে।কন্যা: রূঢ় সত্য কথায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বিরূপ হতে পারেন। উদাসীনতায় উপার্জন বৃদ্ধির সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। পিত্তথলির সমস্যা ও জ্বরাদি পীড়ায় ক্লেশ।তুলা: বিলম্বে হলেও কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতির সম্ভাবনা। সন্তানের জেদ সংসারে অশান্তি বাড়িয়ে দিতে পারে। স্নায়ুপীড়া ভোগাবে।বৃশ্চিক: কর্মক্ষেত্রে কুশলতায় স্বীকৃতি না-মেলায় হতাশা। শারীরিক জটিলতায় কর্মপরিকল্পনা ব্যাহত। উপস্থিতবুদ্ধিতে বলবান শত্রুর মোকাবিলা।ধনু: বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মামলায় অর্থ ও সময়ের অপব্যয়। বাধা-বিড়ম্বনার মধ্য দিয়ে কর্মে অগ্রগতি। বিমা বা শেয়ার সূত্রে প্রাপ্তিযোগ।মকর: কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্যের সম্ভাবনা। অতিদম্ভের জন্য প্রিয়জনের কাছে অপ্রিয় হয়ে ওঠার আশঙ্কা। সংক্রমণজনিত জ্বরজ্বালা ও উদরপীড়া ভোগাবে।কুম্ভ: সম্পত্তি-সমস্যার সমাধানের ইঙ্গিত। সংস্কৃতিকর্মে সাফল্যের বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। শারীরিক সমস্যাকে উপেক্ষার মাসুল দিতে হতে পারে।মীন: স্বজনের কারসাজিতে সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। চারুকলায় কৃতিত্বের স্বীকৃতির যোগ। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি।এআরএস/এমএস
Advertisement