দেশজুড়ে

কুমিল্লায় ক্ষুব্ধ মনোনয়ন বঞ্চিতরা

কুমিল্লা জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে  মনোনয়ন প্রার্থীকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মনোনয়ন বঞ্চিত দলের জেলা পর্যায়ের একাধিক নেতা। একজন প্রার্থী স্বতন্ত্র পদে নির্বাচনে লড়াইয়েরও ঘোষণা দিয়েছেন।  তাই দল থেকে মনোনয়নপ্রাপ্ত সাবেক নৌবাহিনীর প্রধান আবু তাহের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে বলেও দলীয় নেতাকর্মীদের অভিমত। জানা যায়, কুমিল্লা জেলা পরিষদে চেয়ারম্যান পদে কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অন্তত ডজন খানেক নেতা ছাড়াও সাবেক এমপি, সাবেক নৌ-বাহিনীর প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান, চিকিৎসক নেতাসহ মোট ১৮ জন মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন লাভ করেছেন জেলার বরুড়া উপজেলার সাবেক নৌ-বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মো.আবু তাহের। অপরদিকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন, জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. ওমর ফারুক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট, মহিলা আসনের সাবেক এমপি অধ্যাপিকা জোবেদা খাতুন পারুল, জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ জাহান মজুমদার, হারুন আল রশীদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. শহীদ উল্লাহ, ডা. খোরশেদ আলম, জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুল ইসলাম শাহীন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা আবদুল করিম মজুমদার ও জিল্লুর রহমান। কিন্তু শুক্রবার রাতে মনোনীত প্রার্থী হিসেবে সাবেক নৌ-বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহেরের নাম ঘোষণা করায় হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। এ বিষয়ে মুঠোফোনে মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের বর্তমান  প্রশাসক বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওমর ফারুক জাগো নিউজকে জানান, ‘আমি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেব না, কিন্তু দলের মনোনয়ন বোর্ড ও সভাপতি যাকে মনোনয়ন দিয়েছেন সেই প্রার্থী তো জেলার ১৬ উপজেলার নেতাদেরকেই চেনেন না। ওই প্রার্থী তো জেলার ১৬ উপজেলার নামও বলতে পারবেন না।’ অপর মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন মুঠোফোনে জাগো নিউজকে জানান, ‘আমরা দল করি, দলের নেত্রীর মনোনয়নের সঙ্গে একমত, কিন্তু গত ৬ মাসে জেলার ১৬ উপজেলায় গণসংযোগ করে নেতাকর্মী ও ভোটারদের যে সমর্থন পেয়েছি, তাদের  দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব। ইনশাল্লাহ আগামী রোববার আমি মনোনয়নপত্র দাখিল করবো।’ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার জানান, দলের মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিয়েছে,তার পক্ষেই কাজ করবো।’মো. কামাল উদ্দিন/জেডএ 

Advertisement