ভারতের জাতীয় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বসতে যাচ্ছেন মা সোনিয়া গান্ধীর পদে। আগামী এপ্রিলে কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেবেন তিনি। বুধবার এনডিটিভির খবরে কংগ্রেসের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ কথা বলা হয়েছে। সূত্রের দাবি, এপ্রিল মাসে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে নেহরু-গান্ধী বংশের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি রাহুলকে ১৩০ বছরের পুরোনো দল কংগ্রেসের সভাপতি পদে বসানো হবে। ২০১৩ সালে কংগ্রেসের সহসভাপতি হন রাহুল গান্ধী। তবে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সফলতা অধরাই থেকেছে তার। নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিয়েও পরাজয় মানতে হয়েছে। মে মাসের লোকসভা নির্বাচনেও ভরাডুবি হয় কংগ্রেসের। এরই মধ্যে চলমান পার্লামেন্টে বাজেট অধিবেশনের মধ্যে রাহুলের ছুটি কাটানো নিয়ে আলোচনা-সমালোচনা জন্ম হয়। এ নিয়ে কংগ্রেসের মুখপাত্র রনদ্বিপ সিং জানান ‘রাহুল গান্ধী ১০ মার্চ ফিরবেন। এছাড়া দলটির নেতারা আশ্বস্ত করেছিলেন, রাজনীতি ছাড়ছেন না রাহুল।এসআরজে
Advertisement