জাতীয়

পাটুরিয়া লঞ্চডুবির ঘটনায় আসামি করা হয়নি মালিককে

২২ ফেব্রুয়ারি পাটুরিয়া ফেরিঘাটের অদূরে পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় আসামি করা হয়নি লঞ্চমালিক আব্দুর রহিম খানকে। মানিকগঞ্জের শিবালয় থানায় মঙ্গলবার কার্গো ও লঞ্চের মাস্টার, সারেং, সুকানির নামে মামলা হলেও বাইরে থেকে গেছে লঞ্চ মালিক আব্দুর রহিম খানের নাম। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মামলার বাদী পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল মোকতাদির বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ-কার্গোর মাস্টারসহ অন্যদের আসামি করে মামলা করেছি। তদন্তে মালিকদের নাম আসলে তারাও আসামি হবেন। অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ অনুযায়ী, (১৯৭৬) গঠিত নৌ-আদালত ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স (আইএসও) লঙ্ঘনের অভিযোগে মালিকদের বিরুদ্ধেই মামলা করার বিধান রয়েছে। এ ছাড়াও নৌদুর্ঘটনার কারণ তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে তাতে।      স্থানীয় সূত্রে জানা যায়, এই নৌপথে চলাচলকারী ৩৬টি লঞ্চের মধ্যে সাতটির মালিক শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান। ২২ ফেব্রুয়ারি ডুবে যাওয়া এম.ভি. মোস্তফা ছাড়াও তার মালিকানাধীন আরো ছয়টি লঞ্চ রয়েছে। রহিম খান জেলা জাকের পার্টির সাবেক সভাপতি হলেও ক্ষমতাসীন মহাজোটের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। গত ২২ ফেব্রুয়ারি পাটুরিয়া ফেরিঘাটের অদূরে পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় অন্তত ৭০ জন প্রাণ হারায়।

Advertisement