চীনে একটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের একটি অস্থায়ী কাঠামো ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। দেশের পূর্বাঞ্চলীয় জিয়াংঝি প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এপির।শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, গত দু’বছরের মধ্যে দেশটিতে নিরাপত্তা জনিত দুর্ঘটনার মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় একটি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার ধসে পড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। জিয়াংঝি প্রদেশের ফেংচেং শহরে কুলিং টাওয়ারটি নির্মাণ করা হচ্ছিল। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বড় ধরনের দুর্ঘটনা ঘটল। নির্মাণাধীন কুলিং টাওয়ারটি ধসে পড়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি এবং ৫শ’ উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়।টিটিএন/এমএস
Advertisement