আন্তর্জাতিক

৯ মাসে সর্বনিম্ন স্বর্ণের দাম দুবাইয়ে

দুবাইয়ে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। গত নয় মাসের মধ্যে এটাই সর্বোচ্চ দর পতনের ঘটনা। দুবাইয়ের বেশ কয়েকজন স্বর্ণের দোকানি জানিয়েছেন, স্বর্ণের দাম কমায় অনেক গহনাপ্রেমী মানুষই সুযোগের সদ্ব্যবহার করছেন। অনেকেই ভারী গহনা, বার বা কয়েন কিনে রাখছেন। দুবাইয়ের পিওর গোল্ড জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক করিম মারচেন্ট বলেছেন, স্বর্ণের দাম কমতে শুরু করেছে। বিশেষ করে হালকা ওজনের ভারতীয় গহনা, সোনার বার এবং কয়েনের দাম কমেছে। তিনি জানান, স্বর্ণের দাম কমতে থাকলে স্বর্ণ কেনা-বেচা অনেক বেড়ে যাবে। এক সপ্তাহ আগে মার্কিন ডলারের সূচক তেরো বছরের রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় দুবাইয়ে স্বর্ণের দামে উল্লেখযোগ্যভাবে পতন লক্ষ্য করা যাচ্ছে।টিটিএন/এমএস

Advertisement