খেলাধুলা

শেষ চারে মোহামেডান

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ফেনী সকারকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালের টিকিট পেল মোহামেডান।খেলার শুরতেই ১ মিনিটে ডি বক্সের সামনেই ফেনীর বিপক্ষে ফ্রি কিক পায় মোহামেডান। কিন্তু ফেনী সকারের রক্ষণভাগ বলটির গতিপথ পরিবর্তন করে দেয়। ৩ মিনিটে আরেকটি সুযোগ মিস করে মোহামেডান। ১২ মিনিটে মোহামেডান আরও একটি সুযোগ মিস করে।খেলার ২১ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেনি মোহামেডান। আবু সাইদ জুয়েছের কাছ থেকে বল পেয়ে গোল করেন বিপলু আহমেদ। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মোহামেডানের বিদেশী ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা।খেলার ৯০ মিনিটে ফেনী সকারের সোহেল মিয়া গোল করে ব্যবধান কমান। ফলে ব্যবধান কমে আসে ২-১ এ। কিন্তু শেষ পর্যন্ত আর কোন গোলের দেখা পায়নি ফেনী।ফলে ফেডারেশন কাপ থেকে ছিটকে যায় ফেনী সকার। আর শেষ চারের টিকেট নিশ্চিত করে মাঠ ছাড়ে মোহামেডান।বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়াচক্র ও চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।আরআই

Advertisement