বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী বিচারপতি টিএইচ খানের বাসা ঘিরে রেখেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের আইনীজীবী ও দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আইনী বিষয়ে আলাপ-আলোচনার জন্য বিকালে পৌনে ৫টায় বিচারপতি টিএইচ খানের মোহাম্মদপুর তাজমহল রোডের বাসায় যান দলের কয়েকজন সিনিয়র নেতা ও আইনজীবী। এর কিছুক্ষণ পর বাসাটি ঘেরাও করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা।টিএইচ খানের বাসার লোকজন জানায়, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের কেউ কেউ দেয়াল টপকে বাসার আঙিনায় ও ছাদে উঠে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ বাসার চারপাশে অবস্থান নেয়। আওয়ামী লীগ-যুবলীগের বেশ কিছু কর্মীও বাসার চারপাশে অবস্থান করছে। টিএইচ খানের বাসায় বৈঠকে নেয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট এজে মোহাম্মদ আলী, এডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ। সন্ধ্যার পর থেকে বিএনপির সিনিয়র আইনজীবীরা সে বাসায় অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।এএইচ/আরআই
Advertisement