খেলাধুলা

তৃতীয় পর্বের শুরুতেই মুখোমুখি সৌম্য-সাব্বির

বিপিএলের চতুর্থ আসরের দুটি পর্ব শেষ। এবার তৃতীয় পর্বের খেলা মাঠে গড়ানোর পালা। আর এই পর্বের শুরুতেই সৌম্য সরকারের রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সাব্বির-মিরাজদের রাজশাহী কিংস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার বেলা ১টা ৩০ মিনিটে রংপুরের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে রংপুর। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে তারা। আজ তারা রাজশাহীর বিপক্ষে নামবে শহীদ আফ্রিদিকে ছাড়াই। কেননা নিজের নামে স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে উড়ে গেছেন তিনি।এদিকে রাজশাহী কিংসের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রথম ৬ ম্যাচের মধ্যে চারটিতে হেরে গেছে তারা। রাজশাহীকে এখন শেষ চারে খেলতে হলে বাকি ছয়টি ম্যাচের চারটিতে জিততে হবে। আজ রংপুরের বিপক্ষে জিতে সেই কাজটা সহজ করে নিতে চাইবে ড্যারেন স্যামির দল। সবশেষ ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে তিন উইকেটে হারিয়েছে রাজশাহী। এই জয় সাব্বির-মিরাজ-মুমিনুলদের আরো বেশি আত্মবিশ্বাসী করবে। তবে উড়তে থাকা রংপুরকে থামাতে পারবে কিনা! সেটাই দেখার বিষয়।এনইউ/এনএইচ/পিআর

Advertisement