আন্তর্জাতিক

শান্তির খোঁজে নতুন চুক্তি কলম্বিয়াতে

ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নতুন একটি শান্তি চুক্তি করেছে কলম্বিয়া সরকার। এই ফার্ক হলো কলম্বিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। এর আগে যে চুক্তিটি হয়েছিল গত ২ অক্টোবরে এক গণভোটে তা বাতিল করে দেয় দেশটির সরকার। নতুন চুক্তিটিকে গণভোটের মুখে না ফেলে কংগ্রেসে তোলা হয়েছে। এই চুক্তির লক্ষ্য হলো গত পাঁচ দশক ধরে চলে আসা গেরিলা যুদ্ধের অবসান। এই যুদ্ধে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন ও ঘড়বাড়ি হারিয়েছেন লাখো মানুষ। অনাড়ম্বর এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর, তা কংগ্রেস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করা হয়। তারপরও এই অনুষ্ঠানে ৮০০ মানুষ উপস্থিত ছিলেন। ২৬ সেপ্টেম্বর আগের দফায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ আড়াই হাজার অতিথি উপস্থিত ছিলেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট জ্যঁ ম্যানুয়েল সান্তোস নতুন এই চুক্তিটিকে আগেরটির চেয়ে ভালো বলে আখ্যায়িত করেছেন। চার বছর ধরে আলোচনার পর চলতি বছরের শুরুর দিকে সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানে সম্মত হয় কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহীরা। এনএফ/এনএইচ/পিআর

Advertisement