আন্তর্জাতিক

২৪ বছর পর সোমালিয়ায় মার্কিন রাষ্ট্রদূত

আফ্রিকার দেশ সোমালিয়ায় ২৪ বছর পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিযুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ঐতিহাসিকভাবে  এ নিয়োগ পাচ্ছেন ক্যাথেরিন ধানানি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার তাকে এ জন্য মনোনীত করেন। খবর এএফপি।খবরে বলা হয়, আফ্রিকা নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে ক্যাথেরিন ধানানির। তাকে বেছে নেওয়ার জন্য ওবামার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সোমালিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করার উদ্যোগ ‘ঐতিহাসিক’ বলেছে মন্ত্রণালয়টি।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমালিয়ার সঙ্গে ২০১৩ সালে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হচ্ছে।উল্লেখ্য, ১৯৯১ সাল খেকে মোগাদিশুতে কোনো রাষ্ট্রদূত নেই যুক্তরাষ্ট্রের। সোমালিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি হয়েছিল ১৯৯৩ সালে। সে বছর মোগাদিশুতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১৮ মার্কিন সৈন্য নিহত হয়েছিলেন।এএইচ/আরআই

Advertisement