বিনোদন

অমিতাভের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সমন জারি

‘বিগ বি’ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে লস অ্যাঞ্জেলসের একটি ফেডারেল আদালত অমিতাভের বিরুদ্ধে এই সমন জারি করেন। শিখ অধিকার সংস্থার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভি।খবরে বলা হয়, বলিউড সুপারস্টারের বিরুদ্ধে এই সমন জারি হয়েছে সোমবার। অমিতাভের হলিউড ম্যানেজারের কাছে ওই সমনের একটি কপি পৌঁছে দিয়েছে আদালত। এর আগে নিউইয়র্ক ভিত্তিক শিখ ফর জাস্টিস (এসএফজে) অমিতাভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করে। এসএফজের অভিযোগ, ১৯৮৪ সালের নভেম্বরে ‘রক্তের বদলে রক্ত’ স্লোগান দিয়ে শিখ বিরোধী আন্দোলনকে উস্কে দিয়েছিলেন অমিতাভ। তবে বচ্চন সেই অভিযোগ অস্বীকার করেছেন।খবরে বলা হয়, জবাব দেওয়ার জন্য ২১ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। সে হিসেবে ১৭ মার্চের জবাব দিতে হবে অমিতাভ বচ্চনকে।এএইচ/পিআর

Advertisement