অর্থনীতি

বাপা ফুডপ্রো এক্সপো‌তে বড় প‌রিস‌রে ‘প্রাণ’

প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘চতুর্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’। মেলায় বড় প‌রিস‌রে অংশগ্রহণ করেছে দেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদন ও রফতানিতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’। ক্রেতা ও দশনার্থীদের আকর্ষণের জন্য প্রাণের ধরনের পণ্যে রয়েছে বিশেষ মূল্য ছাড়।বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপি এ মেলা চলবে শনিবার (২৬ নভেম্বর) পর্যন্ত।মেলায় সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য দিয়ে পসরা সাজিয়েছে। এর মধ্যে বড় পরিসরে খাদ্য পণ্যের সমাহার ঘটিয়েছে প্রাণ। স্ন্যাকস, কনফেকশনারি, বেভারেজ, চাল, ডাল বিস্কুট ও ডেইরিসহ সব ধরনের পণ্যেই রয়েছে প্রাণের স্টলে।মেলা সম্পর্কে জানতে চাইলে প্রাণ এক্সপোর্টের দায়িত্বরত কর্মকর্তা পার্থ দাস জাগো নিউজকে বলেন, দেশের নেতৃত্বদানকারী খাদ্য প্রক্রিয়াজাত ও রফতানিকারক প্রতিষ্ঠান হচ্ছে প্রাণ। ভোক্তা ও ক্রেতাকে আমাদের পণ্যের মান সম্পর্কে জানাতে এ মেলায় অংশগ্রহণ করেছি। প্রাণের উৎপাদিত সব পণ্যই মেলায় প্রদর্শন করা হচ্ছে। প্রাণ স্বাস্থ্যসম্মত ও গুণগত মান রক্ষা করে পণ্য তৈরি করছে তা ক্রেতাদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। এছাড়াও প্রাণ উৎপাদিত খাদ্যপণ্য দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে রফতানি হচ্ছে। মেলায় অনেক বিদেশি ক্রেতা, দশনার্থী আসছে তাদেরকে আমাদের পণ্যের সম্পর্কে জানাচ্ছি।তিনি জানান, প্রাণের সব ধরনের পণ্যেই মেলায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড় রয়েছে। নূন্যতম ১৫০ টাকার পণ্য কিনলেই ১০ টাকা ছাড় দেয়া হচ্ছে। নগদ ছাড়ের পাশাপাশি একটি পণ্য কিনলে একটি ফ্রি এ অফার রয়েছে।মেলায় আসা বেসরকারি চাকরিজীবী হাসান আরিফ জানান, বসুন্ধরায় থাকি, পাশেই মেলা হচ্ছে জেনে ঘুরতে এসেছি। এখানে প্রাণের স্টলে একটি পণ্য কিনলে একটি ফ্রি দিচ্ছে। আমি জুস কিনেছি। আরেকটি ফ্রি দিয়েছে। ভালোই লাগছে।উল্লেখ্য, বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬ এর আয়োজন করেছে বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন। ফুডপ্রো এক্সপো স‌ঙ্গে আরো দুটি মেলা চলছে। এগুলো হলো ‘ষষ্ঠ অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো-২০১৬’ এবং ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো-২০১৬’।মেলায় বাংলাদেশসহ ভারত, থাইল্যাড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ড, স্পেন, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ প্রায় ১৩টি দেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত থাকছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের চন্য উন্মুক্ত থাকবে।এসআই/বিএ

Advertisement